ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমিরাতসহ আরও তিন দেশে মাঙ্কিপক্স শনাক্ত
অনলাইন ডেস্ক
আফ্রিকায় এই ভাইরাস প্রায়ই সংক্রমণ ছড়ায়

বিশ্বব্যাপী নতুন আতঙ্ক মাঙ্কিপক্স নতুন করে আরও তিন দেশে শনাক্ত হয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, প্রথম উপসাগরীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। বাকি দুটি দেশ হলো চেক রিপাবলিক ও স্লোবেনিয়া। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল জানিয়েছে, আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়নি, সেই সব দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব। 

এই ভাইরাস প্রায়ই আফ্রিকায় সংক্রমণ ছড়ায়। তবে আফ্রিকার বাইরে গত ৭ মার্চ ইউরোপে প্রথম শনাক্ত হয় ভাইরাসটি।এর পর থেকে সারা বিশ্বে ১৩১ জনের এই রোগ শনাক্ত হয়েছে। এর বাইরে ১০৬ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই সংক্রমণ অস্বাভাবিক হলেও তা নিয়ন্ত্রণযোগ্য। এটি কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, তা নিয়ে সদস্যদেশগুলোকে দিকনির্দেশনা দেবে সংস্থাটি।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর