ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কানাডার হাতবন্দুক নিষিদ্ধের প্রস্তাব
অনলাইন ডেস্ক
জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডায় হাতবন্দুক (হ্যান্ডগান) বিক্রি ও ক্রয়ের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া উচিত। 

ট্রুডোর সরকার সংসদে নতুন আইন উত্থাপন করেছে যেখানে শর্ট-ব্যারেল আগ্নেয়াস্ত্রের ব্যক্তিগত মালিকানা জব্দের ব্যবস্থা থাকবে। 

আইনে হ্যান্ডগানের মালিকানা সরাসরি নিষিদ্ধ করা হবে না তবে বিক্রি অবৈধ ঘোষণা করা হবে। 

সম্প্রতি কানাডার প্রতিবেশি দেশ যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৮ বছরের এক কিশোর প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ২১ জনকে হত্যা করে। নিহতদের সবাই বিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষক। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার চিন্তা-ভাবনা চলছে।

সোমবার কানাডার সংসদে নতুন আইন উত্থাপন করা হয়। এ আইনে কার্যকর হলে হ্যান্ডগান বিক্রি, ক্রয়, স্থানান্তর ও আমদানি কঠিন হয়ে যাবে। ট্রুডো বলেছেন, ক্রীড়াক্ষেত্রে শুটিং ও শিকার ছাড়া কানাডায় প্রতিদিনের জীবনযাপনের বন্দুকের প্রয়োজন নেই। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর