ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেনা অভ্যুত্থান পরবর্তী সহিংসতা, মিয়ানমারে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ
অনলাইন ডেস্ক

সেনা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা ধরনে সহিংসতার জেরে মিয়ানমারে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সহিংসতা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

২০২১ সালের ফেব্রুয়ারির মাসে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত ৭ লাখের বেশি মানুষ তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর এই অভ্যুত্থানের আগেই গৃহহারা হয়েছিল আরও তিন লাখের বেশি মানুষ।

এদিকে সুচির ক্ষমতাকালে ২০১৭ সালে এসব রোহিঙ্গাকে নৃশংস দমন-পীড়ন চালিয়ে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর