ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে অপহরণ ও ঘুষের অভিযোগ!
অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সাবেক গোয়েন্দা প্রধান আর্থার ফ্রেজার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অপহরণ ও ঘুষের অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, ২০২০ সালে রামাফোসা একটি সম্পত্তি থেকে ৪০ লাখ মার্কিন ডলার চুরির চেষ্টা করেছিলেন।

অবশ্য প্রেসিডেন্ট রামাফোসা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ ধরনের অপরাধমূলক আচরণের দাবির কোন ভিত্তি নেই।’

উল্লেখ্য, ফ্রেজারকে কেউ কেউ সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার সহযোগী হিসেবে দেখেন। কেউ কেউ বিশ্বাস করেন, রামাফোসার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা ডিসেম্বরে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতৃত্ব নিয়ে কোন্দলের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

ফ্রেজার ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার স্টেট সিকিউরিটি এজেন্সির (এসএসএ) দায়িত্বে ছিলেন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর