ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ার ‘চুরি’ করা গম কিনছে তুরস্ক, অভিযোগ ইউক্রেনের
অনলাইন ডেস্ক

তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তার দাবি, রাশিয়া ইউক্রেন থেকে গমসহ যে খাদ্য শস্য চুরি করছে, তার ক্রেতাদের তালিকায় তুরস্কও আছে।

সোজা কথায় বললে, ইউক্রেন থেকে রাশিয়ার চুরি করা খাদ্য শস্য কিনছে তুরস্ক।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বদনার সাংবাদিকদের বলেন, তিনি তুরস্ক ও ইন্টারপোলের কাছে এ বিষয়ে সাহায্য চেয়েছেন।

কারা তুরস্কের জলসীমা ব্যবহার করে ইউক্রেনের শস্য পাচার করছে, তা খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রদূত।

তুরস্ক যদিও যুদ্ধ বন্ধে শুরু থেকেই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে আসছে।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর