ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ সিদ্দিকের প্রশ্ন: কাজটি কী ঠিক হয়েছে?
অনলাইন ডেস্ক
টিউলিপ সিদ্দিক।

ইউক্রেন থেকে যুক্তরাজ্যে আসা এক ১৩ বছরের শিশু শরণার্থীকে ভিসা দেওয়া হয়নি, এমনকি তাকে আবার ইউক্রেনে ফেরত পাঠিয়েছে বরিস জনসনের প্রশাসন।

যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে বড় বোনের সাথে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আসতে চেয়েছিল সে। তবে ব্রিটিশ নিয়ম-নীতির খপ্পরে পড়ে তার আর আশ্রয় পাওয়া হয়নি।

সঙ্গে বাবা-মা না থাকা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সেই ১৩ বছরের বালিকাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তার ১৮ বছরের বড় বোনকে দেশটির ভিসা দেওয়া হয়। 

একটি শিশুকে যুদ্ধ বিধ্বস্ত দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে, সংসদে প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রশ্ন করেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।

বরিস জনসনের কাছে কাজটি ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নই করেছেন টিউলিপ।

তিনি বরিসের কাছে জানতে চেয়েছেন, ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্রে শিশুটিকে পাঠিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক কাজ করেছে কিনা?

যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী পুরো বিষয়টি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে টিউলিপের এমন কঠিন প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়েছেন।

 

সূত্র: ন্যাশনাল, দ্য ইন্ডিপেনডেন্ট

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর