ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এভারেস্ট চূড়ায় ইউক্রেনের পতাকা তুলে ধরলেন রুশ পর্বতারোহী
অনলাইন ডেস্ক

রাশিয়ার এক পর্বতারোহী ও ব্লগার পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে ইউক্রেনের পতাকা তুলে ধরে দেশটিতে চলমান রুশ সেনা অভিযানের প্রতিবাদ জানিয়েছেন।

কাতিয়া লিপকা নামের ওই পর্বতারোহী নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছে। ৩ জুন প্রকাশ করা তার ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ায় বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। 

লিপকা তার ছবির ক্যাপশনে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে সরাসরি কিছু বলেননি। এসময় তিনি সঙ্কেতে রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারামুক্তির দাবিও জানান।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর