ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্রিটিশ দুই নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ ‘পরিবর্তন করবেন না’ দেনিশ পুশিলিন
অনলাইন ডেস্ক
দেনিশ পুশিলিন

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেতস্কের রুশপন্থী প্রধান নেতা দেনিশ পুশিলিন বলেছেন, আদালতে মৃত্যুদণ্ড পাওয়া দুই ব্রিটিশ নাগরিকের রায় পরিবর্তন করবেন না তিনি।

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে অংশ নেওয়ার দায়ে গত শুক্রবার দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দেয় দোনেতস্কের একটি আদালত। এই ৩ জন মে মাসে বন্দরনগরী মারিউপোলে রুশপন্থী যোদ্ধাদের হাতে ধরা পড়েছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন এডেন অ্যাসলিন (২৮), বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) এবং মরক্কোর সাউদিন ব্রাহিম।

রোববার তাদের মৃত্যুদণ্ডের রায় নিয়ে দেনিশ পুশিলিন সাংবাদিকদের বলেন, তিনি মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করবেন না।

পুশিলিনের ভাষায়, তারা অর্থের জন্য ইউক্রেনে এসেছিল বেসামরিক নাগরিকদের হত্যার জন্য। এ কারণে আমি তাদের রায় পরিবর্তনের কোনো কারণ দেখছি না।  আদালত ন্যায্য শাস্তি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করে তিনি বলেন, তিনি (জনসন) আটক সেনাদের ভাগ্য উপেক্ষা করছেন, যোগাযোগ করছেন না। 

সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর