ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনে এক সাবেক ব্রিটিশ সেনা নিহত
অনলাইন ডেস্ক

ইউক্রেন সেনাবাহিনীর হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এক সাবেক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জর্ডান গ্যাটলে নামের ওই ব্রিটিশ যোদ্ধা মার্চ মাসে ইউক্রেনে যান। এরপর থেকেই রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ সমরে সক্রিয় ছিলেন তিনি।

নিহত ওই যোদ্ধাকে নায়ক বলে আখ্যা দিয়েছেন তার বাবা।

জানা যায় ইউক্রেনের সেভারোদোনেস্ক শহরে যুদ্ধ করার সময় মারা গেছেন জর্ডান।

ব্রিটিশ পররাষ্ট্র কার্যালয় জানিয়েছে, ‘ইউক্রেনে নিহত হওয়া ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহযোগিতা করা হবে।

এক ফেসবুক পোস্টে নিহত ব্রিটিশ যোদ্ধার বাবা লিখেছেন, ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন জর্ডান।

তার বাবা ওই পোস্টে আরো লিখেছেন, শহর রক্ষার লড়াইয়ের সামনের সারিতে থাকা অবস্থায় তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, গত শুক্রবার তারা ছেলের মৃত্যুর খবর পেয়েছেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর