ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বে দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের সংখ্যা: গবেষণা সংস্থা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ’ সেনা অভিযানের পর থেকে নড়েচড়ে বসেছে ইউরোপ। নতুন করে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

সবমিলিয়ে দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। এর মাঝে কয়েকবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা পরমাণু যুদ্ধের কথাও তুলেছে জোরেসোরে।

এমন পরিস্থিতিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ দ্রুতই বাড়বে বলে মনে করছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই)। 

সংস্থাটির দাবি, বর্তমানে চলমান বৈশ্বিক সঙ্কটের কারণেই দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের পরিমাণ।   গেল বছর বিশ্বে ১২ হাজার ৭০৫টি পারমাণবিক ওয়ার হেড ছিল। সংস্থাটির ধারণা, এ বছর স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে বাড়বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা।

এসআইপিআরআই বলেছে, ‘রাশিয়া প্রকাশ্যেই ইউক্রেনে পরমাণু হামলার সম্ভাব্যতার কথা হুমকি দিয়েছে।’

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর