ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে ফের গণভোট আয়োজনের উদ্যোগ
অনলাইন ডেস্ক
নিকোলা স্টার্জন

যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে আয়োজিত প্রথম গণভোটে স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা না ভোট দিয়েছিল। এবার দ্বিতীয় গণভোটের জন্য প্রচারণা শুরু করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। এই উদ্যোগকে তিনি যুক্তরাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া ‌‘নতুন’ উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন।

স্টার্জন স্কটল্যান্ড সরকার এবং স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতৃত্বে আছেন। তিনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাজ্য থেতে স্কটল্যান্ড আলাদা হবে কি না; এই প্রশ্নটি পুনর্বিবেচনার সঠিক সময় এসেছে।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত। যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে আট বছর আগে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয়। সেই গণভোটে সংখ্যাগরিষ্ঠ স্কটরা যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

সূত্র : আল জাজিরা

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর