ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে সদস্য করার পক্ষে ভোট
অনলাইন ডেস্ক
ইউক্রেনকে জোটে যুক্ত করতে ৫২৭ আইনপ্রণেতা পক্ষে ভোট দেন।

ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইইউর দুই দিনের সম্মেলনের প্রথম দিন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়।

ইউক্রেনকে জোটে যুক্ত করতে ৫২৭ আইনপ্রণেতা পক্ষে ভোট দেন। আর বিরোধিতা করেন ৪৫ জন। ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন ১৪ জন।

 আইনপ্রণেতারা ইউক্রেনের সঙ্গে ইউরোপের আরেক দেশ মলদোভাকেও অতিসত্বর ইইউতে যুক্ত করার পক্ষে মত দেন ।

ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে জানায়, ইউক্রেন, মলদোভা ও জর্জিয়ার নাগরিকেরা মুক্তভাবে, গণতান্ত্রিক উপায়ে ও উন্নত দেশ হিসেবে জীবনযাপন করার অধিকার রাখে। তারা ইউরোপীয় পরিবারের সদস্য হতেও প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর