ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

করোনা নিয়ন্ত্রণে মক্কার গ্রান্ড মসজিদে জীবাণুনাশক স্প্রে করবে ১১ রোবট
অনলাইন ডেস্ক

চলছে হজের আনুষ্ঠানিকতা। বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম জড়ো হয়েছেন পবিত্র মক্কায়। কাবা শরীফের ভেতর বিশেষ করে মক্কার গ্রান্ড মসজিদ স্যানিটাইজ বা জীবাণুমুক্ত করতে কাজ করছে ১১ টি বিশেষ রোবট।

এই রোবটগুলো স্বয়ংক্রিয়ভাবে মসজিদের সব এলাকা স্যানিটাইজ করতে পারবে। যা হজযাত্রী ও ইবাদতকারীদের সুরক্ষা দেবে।

এছাড়াও এই রোবটগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করতে পারবে।

ম্যাপিং ও লোকেশন ডিটেক্টর সিস্টেমে নির্ভর এই রোবট কাজ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মানুষের কোন রকম হস্তক্ষেপ ছাড়া এই রোবট প্রোগ্রাম পাঁচ-আট ঘণ্টা কাজ করতে পারবে। এটি ২৩.৮ লিটার স্যানিটাইজার বহন করতে পারবে। এটি ঘণ্টায় দুই লিটার স্যানিটাইজার স্প্রে করতে পারবে। তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রোবটের কার্যপরিধি।

সূত্র: আরব নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর