ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জেরুজালেম সবার শহর হওয়া উচিত: বাইডেন
অনলাইন ডেস্ক
বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জেরুজালেম একটি গুরুত্বপূর্ণ শহর। যারাই এখানে বসবাস করে শহরটি তাদের সবার  উচিত।

শুক্রবার দখলকৃত জেরুজালেম শহরে সফর করে বাইডেন এই মন্তব্য করেন। বাইডেন ইসরায়েল থেকে সেখানে গিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।

আব্বাসের সঙ্গে আলাপে বাইডেন বলেন, ১৯৬৭ সালের সীমান্তের আলোকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আমি প্রথম সমর্থক। এ নিয়ে তার অঙ্গীকার পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মাহমুদ আব্বাস জেরুজালেমে পুনরায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেট খোলা, ইসরায়েলের বসতি স্থাপন বন্ধে উদ্যোগ নেওয়া ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনকে সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডিপ্রতিদিন/কবিরূল  



এই পাতার আরো খবর