ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের রেকর্ড পতন
১ ডলার = ৮০ রুপি
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ডলার প্রতি রুপির মান আরও কমেছে। মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৮০ রুপিতে পৌঁছে। আশঙ্কা করা হচ্ছে, রুপির মান ডলারের বিপরীতে আরও কমে যেতে পারে। 

পিটিআইয়ের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, ১ ডলার প্রতি বিনিময় হার ৮০.০৫ রুপিতে পৌঁছায়; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন। 

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর (ডলার ছিল ৬৩.৩৩ রুপি) থেকে এখন পর্যন্ত ভারতীয় মুদ্রার দর পড়েছে ২৫%। এই পতনের অন্যতম কারণ বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি তুলে নেওয়া।

ভারতের অর্থমন্ত্রীর দাবি, যুদ্ধ, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী। বিশেষত আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ক্রমাগত পুঁজি সরানোর বিরূপ প্রভাব দেখা গিয়েছে রুপির দরে।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া



এই পাতার আরো খবর