ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

কেন এরদোগানকে সতর্ক করলেন ইরানের খামেনি?
অনলাইন ডেস্ক

সিরিয়ার নতুন করে সেনা অভিযান না চালাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

খামেনি বলেছেন, সিরিয়ার তুরস্কের নতুন সেনা অভিযান সিরিয়া-তুরস্কসহ ওই অঞ্চলের ক্ষতি সাধন করতে পারে। 

এসময় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্ককে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন খামেনি। তবে নতুন তার দাবি, সিরিয়ায় তুরস্ক নতুন করে সেনা অভিযান শুরু করলে সন্ত্রাসীরাই তার ফায়দা লুটবে। 

সিরিয়া সঙ্কট আলোচনায়র মাধ্যমে সমাধান হতে পারে বলেই মনে করছেন খামেনি। এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সহায়তাই ওই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

যদিও সম্প্রতি এরদোগান ঘোষণা দিয়েঠিলেন, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ৩০ কিলোমিটার জায়গা নিরাপদ করে তুলতে আবারও ওই অঞ্চলে সামরিক অভিযান শুরু করবে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর