ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পুতিনের অসুস্থতার খবরের কোন গোয়েন্দা তথ্য নেই: সিআইএ পরিচালক
অনলাইন ডেস্ক

পুতিনের শারীরিক অবস্থা ভালো নয় কিংবা তিনি অসুস্থতায় ভুগছেন, এমন কোন গোয়েন্দা রিপোর্ট নেই বলেই জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস।

যদিও বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম পুতিনের ঘনিষ্ঠজনের সূত্রের বরাতে জানিয়েছিল, ৭০ বছর বয়সী এই রুশ নেতা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তার শারীরিক অবস্থা খুবই নড়বড়ে।

তবে সিআইএ পরিচালক বলছেন একেবারে উল্টো কথা। তিনি জানিয়েছেন, পুতিনের অসুস্থতার খবরের কোন বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই। তিনি বেশ স্বাস্থ্যকরই আছেন। পুতিন অসুস্থ এমন দাবি যারা করছে, তারা আসলে কৌতুক করছেন।

বার্নস আরও বলেন, ‘পুতিনের স্বাস্থ্য নিয়ে বাজারে অনেক গুজব আছে, বিপরীতে আমরা বলতে পারি পুতিন পুরোপুরি সুস্থ আছেন।’

বার্নস মস্কোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। দুই দশক ধরে তিনি পুতিনের নানা বিষয় কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তার মতে, পুতিন রাশিয়াকে শ্রেষ্ঠ বিশ্ব শক্তিতে পরিণত করতে মরিয়া, তিনি তার চারপাশটা নিয়ন্ত্রণ ও প্রভাবিত করতে চান। যেকারণেই ইউক্রেনে সেনা অভিযান চালিয়েছেন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর