ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চুক্তির পরের দিনই ‘শর্ত’ ভঙ্গ করে মিসাইল হামলা রাশিয়ার
অনলাইন ডেস্ক

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে মস্কোর সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরগুলো দিয়ে শস্য বের করে নেওয়ার পথ খুলে যায়। 

গতকাল শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ স্বাক্ষর হয়। কিন্তু এ চুক্তির পরের দিনই মিসাইল হামলায় কেঁপে ওঠেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা।

শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে দুটি কালিবার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। চুক্তির পরের দিনই চুক্তির শর্ত ভঙ্গের ঘটনা ঘটল। 

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সেন্টার বলেছে, দুটি কালিবার মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। আরও দুটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর