ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্ব খাদ্য সঙ্কট: নিজের কাঁধে দায় না নিয়ে পশ্চিমাদের দুষছেন রুশ মন্ত্রী
অনলাইন ডেস্ক

কূটনৈতিক সফরে মিশরে আছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানেই তিনি, ইউক্রেন অভিযানের মধ্য দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যে বৈশ্বিক খাদ্য সঙ্কট তৈরির অভিযোগ উঠেছে, তা অস্বীকার করেছেন।

আরব লিগের রাষ্ট্রদূতদের সামনে দেওয়া ভাষণে তিনি বলেন, পশ্চিমা নেতারা সত্যটাকে বিকৃত করছে। আসলে তাদের দেওয়া নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

তিনি, পশ্চিমাদের বিরুদ্ধে অন্যের ওপর আধিপত্য কায়েম চেষ্টার অভিযোগও এনেছেন।

ইউক্রেন যুদ্ধের কারণে আফ্রিকা ও আরবের অনেক দেশে ভয়াবহ খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। যদিও গেল শুক্রবারই ইউক্রেনের সাথে খাদ্যশস্য রপ্তানি চুক্তিতে সই করেছে রাশিয়া। আশা করা হচ্ছে এই চুক্তি ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির প্রক্রিয়া সহজ করবে। 

চলতি সফরে মিশরসহ তিন আফ্রিকান দেশে যাবেন ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা কেবল ইউক্রেনের জন্য নিষেধাজ্ঞা দেয়নি, তারা আসলে ভবিষ্যতে গোটা বিশ্বকেই নিয়ন্ত্রণ করতে চায়।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর