ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ইতালিতে একদিনেই প্রায় ১২০০ অভিবাসনপ্রার্থী উদ্ধার
অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছানোর সহজ রুট হিসেবে ইতালিকেই বেছে নেয় আফ্রিকা ও এশিয়া অঞ্চলের অভিবাসন প্রার্থীরা। তাই সবসময় ইতালিতে অভিবাসীদের ভিড় লক্ষ্য করা যায়।

তবে রবিবার যেন একটু ব্যতিক্রমই। সাম্প্রতিক সময়ে একদিনে ইতালিতে এতো অভিবাসন প্রার্থীর ভিড় দেখা যায়নি।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ২৪ ঘণ্টা বা একদিনে ইতালিতে প্রায় ১২০০ অভিবাসন প্রার্থী ঢুকেছে। যাদের অধিকাংশই এসেছেন আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে।

এরমধ্যে কালাব্রিয়ায় একটি মাছ ধরার নৌকায় গাদাগাদি করে থাকা ৬৭৪ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করা হয়েছে। আর বাকি ৫১২ জনকে উদ্ধার করা হয়েছে ল্যাম্পাদুসার ১৫টি নৌকা থেকে। 

আর এই নৌকাগুলো এসেছে লিবিয়া ও তিউনিসিয়া থেকে। 

উদ্ধারকৃত অভিবাসন প্রার্থীদের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিকরা রয়েছে বলে জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর