ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

কেন ইউক্রেনের বন্দরে আসা বিদেশি জাহাজ তল্লাশি করবে রাশিয়া?
অনলাইন ডেস্ক

খাদ্যশস্য রপ্তানির নামে বিদেশ থেকে জাহাজে করে অস্ত্র আসছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে বাইরে থেকে ইউক্রেনের বন্দরে আসা সব জাহাজ তল্লাশি করবে রাশিয়া।

রবিবার মিশরে তেমন কথাই জানিয়েছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

এতোদিন কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি রাশিয়ার অবরোধের কারণে পুরোপুরি বন্ধ ছিল। শুক্রবার তুরস্কে খাদ্যশস্য আমদানি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। সেই চুক্তির আওতায় এখন সমুদ্র পথে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন।

তবে সেই চুক্তির পরও ইউক্রেনকে বিশ্বাস করতে পারছে না রাশিয়া। কায়রোতে এক ভাষণে ল্যাভরভ বলেন, সংঘাত অব্যাহত রাখতে যেকোন জাহাজই ইউক্রেনে অস্ত্র নিয়ে আসতে পারে। 

নিজেদের চাহিদার ৮০ শতাংশ গম রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে মিশর। দেশটি সফরকালে ল্যাভরভ আরও দাবি করেছেন, বিশ্ব খাদ্য সঙ্কটের জন্য পশ্চিমারাই দায়ী, রাশিয়া নয়। 

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর