ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
অনলাইন ডেস্ক
ভাষণ দিচ্ছেন দ্রৌপদী মুর্মু। পাশে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি : এএনআই

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। দেশটির ১৫তম রাষ্ট্রপতি হলেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণার কাছে শপথ গ্রহণের পর দ্রৌপদী ভাষণ দেন।

দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী নারী যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন।

আজ সকালে শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সংসদ ভবনে পৌঁছান দ্রৌপদী। তাকে স্বাগত জানান ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।

দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীসহ অনেকে।



এই পাতার আরো খবর