ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

দেড় বছর পর ওয়াশিংটনে ফিরে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে হয় তাকে। এরপর ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ক্ষমতায় বসেন বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেন।

এদিকে, হোয়াইট হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর দেড় বছরের মধ্যে আর ওয়াশিংটনে ফেরেননি ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আবারও ওয়াশিংটনের রাস্তায় দেখা গেল তাকে। 

এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবারও ইঙ্গিত দেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি।

ওয়াশিংটনে দেওয়া বক্তব্যে ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, “আমি সব সময় বলি যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা (প্রেসিডেন্ট পদে) করে আমি জিতেছিলাম। এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়ে আমি অনেক ভালো করেছি। আমাদের হয়তো আবারও এ কাজ করতে হবে। দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে আমাদের।”

সামনের দিনগুলোতে এ ব্যাপারে আরও বিস্তারিত বলবেন বলে উল্লেখ করেন ট্রাম্প।

মঙ্গলবারের ভাষণে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলোর কথা ট্রাম্পের কণ্ঠে আবারও প্রতিধ্বনিত হতে শোনা গেছে। 

২০২১ সালের ৬ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটল হিলে চালানো হামলার ঘটনায় কংগ্রেসের হাউস কমিটি যে তদন্ত করেছে, তারও নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, এপি, নিউ ইয়র্ক টাইমস

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর