ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

১ ডলার= ২৩৭ ‍রুপি: তবে কী পাকিস্তানে বিপর্যয় আসন্ন?
অনলাইন ডেস্ক

ডলারের বিপরীতে ক্রমশই কমছে পাকিস্তানি রুপির দাম। বুধবার পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ১ ডলার বিক্রি হয়েছে ২৩৭ রুপিতে।

পাকিস্তানের ফরেক্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মঙ্গলবারের চেয়ে বুধবার এক লাফে চার রুপি বেড়েছে ডলারের দাম। গতকাল ২৩২.৯৩ রুপিতে বিক্রি হয়েছে এক ডলার।

ফরেক্স বলছে, রুপির বাজার স্থিতিশীল রাখতে এখন ডলার সরবরাহ বাড়ানো দরকার। সংস্থাটির চেয়ারম্যান মালিক বোস্তান বলেন, ‘আমদানিকারকদের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যারা সময়মতো দেশের পাশে দাঁড়াচ্ছেন না।’  

এছাড়াও আফগানিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যেও পাকিস্তানি রুপি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বোস্তান। তার দাবি, এতে বিদেশি লেনদেনে ২ বিলিয়ন ডলার বাঁচানো যাবে। 

এমন পরিস্থিতি থেকে শিগগিরই নিস্তার পাওয়ার কোনও পথও দেখছে না পাকিস্তানের অর্থনৈতিক বিশ্লেষকরা। সাথে আমদানির বিপরীতে রপ্তানি ঘাটতিও ভয়াবহ রূপ নিয়েছে।

আর রুপির এই দরপতন ঠেকাতে না পারলে, দেউলিয়াত্বের মতো সঙ্কটে পড়তে পারে শাহবাজ শরীফের দেশ, এমন আভাসও দিচ্ছে  অনেক অর্থনৈতিক বিশ্লেষণ।

সূত্র: ডন

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর