ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পোলেসির তাইওয়ান সফরের গুঞ্জন, চীনের চোখ রাঙানি
অনলাইন ডেস্ক
ন্যান্সি পোলেসি।

স্বায়ত্তশাসিত এলাকা তাইওয়ান সফর করছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পোলেসি। এমন গুঞ্জনেই ফুঁসে উঠেছে চীন, দিয়েছে কড়া হুঁশিয়ারি।

চীন সতর্ক করে বলেছে, পোলেসি তাইওয়ান সফর করলে তার ফল হবে ভয়াবহ।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, সামরিক বাহিনী মনে করছে এটা ভালো কাজ হবে না। তবে হোয়াইট হাউজ মনে করছে, এরকম সফর ঘিরে চীন যে বাকযুদ্ধ চালাচ্ছে তা অসহযোগিতাপূর্ণ ও অপ্রয়োজনীয়।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পোলেসি তাইওয়ান ভ্রমণের কোনো ঘোষণা দেননি। আর তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতিও অপরিবর্তিতই আছে।

যদি পোলেসি তাইওয়ান সফরে যান, তবে চীন-যুক্তরাষ্ট্র বৈরিতা নতুন দিকে মোড় নেবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সতর্ক করে বলেছেন, ‘যেকোন ভয়াবহ পরিণতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী থাকবে।’ আর চীনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল তান কাফেই বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র এরপরও সামনে আগায়, তবে চীনের সেনাবাহিনী বসে থাকবে না।’

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর