ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অ্যাঙ্গোলায় ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হীরার সন্ধান দাবি
অনলাইন ডেস্ক
১৭০ ক্যারেটের হীরাটির নাম দেওয়া হয়েছে ‘দ্যা লুলো রোজ’

 অ্যাঙ্গোলার খননকারীরা একটি বড় আকারের দুর্লভ এবং বিশুদ্ধ গোলাপি হীরা পাওয়ার দাবি করেছেন। বলা হচ্ছে গত ৩০০ বছরে খনিতে পাওয়া পাওয়া এ ধরনের হীরার টুকরোর মধ্যে এটি সবচেয়ে বড়।

খনির অস্ট্রেলিয়ান পরিচালনাকারীরা ১৭০ ক্যারেটের হীরাটির নাম দিয়েছেন ‘দ্যা লুলো রোজ’। যে খনিতে এটি পাওয়া গেছে তার নাম ‘লুলো’।

আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় হীরা বিপণন কোম্পানি এটিকে বিক্রি করবে বলে জানানো হয়েছে।

অ্যাঙ্গোলার খনিজ সম্পদ মন্ত্রী ডিয়ামান্টিনো আজেভেডো এক বিবৃতিতে এই হীরা পাবার খবরকে স্বাগত জানিয়েছেন।

সাধারণ হীরার তুলনায় গোলাপি রঙের হীরাকে অতি দুর্লভ বলে মানা হয়। এ ধরনের খনিজ হীরা কাটা এবং পালিশ করার পর অতীতে রেকর্ড দামে বিক্রি হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পিংক স্টার নামে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল গোলাপি হীরা। ৫৯ ক্যারেটের হীরাটি ২০১৭ সালে ৭ কোটি ১২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ২০১৩ সালে এটি আরেকটি নিলামে ৮ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। কিন্তু এর ক্রেতা মূল্য পরিশোধ করতে পারেনি।

দামের দিক থেকে পিংক স্টারের পরে দ্বিতীয় স্থানে আছে ওপেনহাইমার ব্লু নামে আরেকটি হীরা - যা গত মে মাসে ৫ কোটি ডলারে বিক্রি হয়। সূত্র: বিবিসি বাংলা ও ব্লুমবার্গ

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর