ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দোনেতস্ক থেকে ‘বাধ্যতামূলক’ লোকজন সরানোর ঘোষণা জেলেনস্কির
অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেতস্ক থেকে বাধ্যতামূলক লোকজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন সরকার। অঞ্চলটিতে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের তীব্র লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন।

শনিবার রাতে এক বক্তব্যে জেলেনস্কি বলেন, বৃহত্তর দোনবাসে যুদ্ধাঞ্চলের মধ্যে এখনো হাজার হাজার মানুষ অবস্থান করছে। তাদের সেখান থেকে সরে যাওয়া প্রয়োজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিছু বিষয়ের জন্য সেখান থেকে মানুষদের সরানোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যত বেশি মানুষ দোনেতস্ক ত্যাগ করবে রুশ সেনারা তত কম মানুষ হত্যা করতে পারবে।

রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ সেনারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাস, দোনেতস্কে মনোযোগ দিয়েছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর