ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পেলোসি তাইওয়ান সফর করলে চীনের সেনাবাহিনী বসে থাকবে না, ফের হুমকি বেইজিংয়ের
অনলাইন ডেস্ক
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে চীনের সেনাবাহিনী হাত গুঁটিয়ে বসে থাকবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করেছে।

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেন, পেলোসি যুক্তরাষ্ট্র সরকারের তিন নম্বর কর্মকর্তা। তার তাইওয়ান সফর গুরুতর রাজনৈতিক প্রভাব ফেলবে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি তাইওয়ান সফর করলে পরিণতি ভোগের হুমকি দিয়েছিল চীন।

ন্যান্সি পেলোসি রবিবার এশিয়া সফর শুরু করে। তিনি সিঙ্গাপুর জাপান এবং মালয়েশিয়া সফর করবেন। তার সফরসূচিতে তাইওয়ানের কথা উল্লেখ নেই।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর