ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কেন ব্রিটিশ রানিকে শপথকালেই ‘উপনিবেশকারি’ বললেন অস্ট্রেলিয়ার সিনেটর?
অনলাইন ডেস্ক

ব্রিটিশ রানিকে সাংবিধানিকভাবে নিজেদের রানি মেনে আসছে অস্ট্রেলিয়া। তাই দেশটিতে সিনেটর হিসেবে শপথ নেওয়ার সময়ও রানির প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।

তবে অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির আদিবাসী নারী সিনেটর লিডিয়া থ্রোপ শপথের সময় ব্রিটিশ রানির প্রতি আনুগত্য দেখাতে স্বস্তি বোধ করেননি। বরং তিনি ব্রিটিশ রানিকে উপনিবেশকারি শক্তি হিসেবেই আখ্যা দিয়েছেন।

যদিও শেষ পর্যন্ত তিনি সিনেট প্রেসিডেন্টের চাপের মুখে রানির প্রতি আনুগত্যে ভরা শপথ বাক্যই পাঠ করতে বাধ্য হয়েছেন। 

তবে শপথ পাঠ পরবর্তী প্রতিক্রিয়ায় লিডিয়া টুইটারে লিখেছেন, সার্বভৌমত্ব কখনই হস্তান্তর করা যাবে না। নিজ দল গ্রিন পার্টির পক্ষ থেকেও সমর্থন পেয়েছেন তিনি।

আগেও শপথ বাক্যে ব্রিটিশ রানির প্রতি আনুগত্য দেখানোর বিষয়টি নিয়ে জোর আপত্তি জানিয়ে আসছিলেন এই অস্ট্রেলিয়ান আদিবাসী নেতা।

তার দাবি, ব্রিটিশদের হাতে লেগে আছে সহস্র অস্ট্রেলীয়কে হত্যা ও গণহত্যার রক্ত। তাদের শোষণের ক্ষত এখনও শুকায়নি। তাই রানির প্রতি এমন আনুগত্য দেখানো মানে উপনিবেশকারিদেরই সমর্থন করা।

সূত্র: স্কাই নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর