ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘অবৈধ অর্থ’ নিয়েছে পিটিআই, রায় পাকিস্তান নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছেন ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে অবৈধ তহবিল নিয়ে মামলার রায় দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। রায়ে বলা হয়েছে, পিটিআই বিদেশ থেকে অনুমোদনহীন অর্থ নিয়েছে।

তিন সদস্যের সর্বসম্মত রায়ে বলা হয়েছে, ব্যবসায়ী টাইকুন আরিফ নাকভি ছাড়াও ৩৪ বিদেশি নাগরিক থেকে  অর্থ গ্রহণ করেছে পিটিআই। রায়ে আরও বলা হয়েছে, পিটিআই ৮টি অ্যাকাউন্টের মালিকানা প্রকাশ করলেও ১৩টি গোপন রাখে।

পিটিআইয়ের তহবিল নির্বাচন কমিশন কেন জব্দ করবে না এ মর্মে দলটিকে শোকজ নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

পিটিআইয়ের বিরুদ্ধে মামলাটি করেন দলের প্রতিষ্ঠাতা সদস্য  আকবর এস বাবর। ২০১৪ সাল থেকে মামলাটি মুলতবি ছিল। বাবর পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।   

পিটিআই চেয়ার‌ম্যান ইমরান খান পক্ষপাতিত্বের অভিযোগ ‍তুলে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজার পদত্যাগ দাবি করছেন। ইমরানের অভিযোগ, সিইসি অযোগ্য এবং অসৎ। সূত্র: ডন 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর