ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিইসির পদত্যাগের দাবিতে পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ইসলামাবাদে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেন পিটিআই নেতাকর্মীরা

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার রাজাসহ অন্যান্য কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের বাইরে তারা এই বিক্ষোভ করেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পিটিআইয়ের সিনেটরসহ তাদের জোটের নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার রাজার পদত্যাগ দাবি করে স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া আসাদ উমর নামে একজন বলেন, আমরা কমিশনের কাছে আমাদের দাবি জানাতে এসেছি। সংবিধান এবং আইনের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে নির্বাচন কমিশনের সকল সদস্যের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

চলতি সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বিদেশ থেকে বিধিবহির্ভূত অনুদান গ্রহণ করেছে বলে রায় দেয়।

বিডিপ্রতিদিন/কবিরুল  



এই পাতার আরো খবর