ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গার্ডিয়ানের প্রতিবেদন
মহড়া বন্ধের ঘোষণা দিলেও যুদ্ধের প্রস্তুতি রাখছে চীন
অনলাইন ডেস্ক
তাইওয়ানের আকাশে চীনের একটি যুদ্ধবিমান

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। তবে সাময়িকভাবে মহড়া বন্ধের ঘোষণা দিলেও বেইজিং জানিয়েছে, তাদের পরবর্তী প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি চলবে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে বুধবার নীতিপত্রে (শ্বেতপত্র) চীন অঙ্গীকার পুনরায় ব্যক্ত করার পর সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছে বেইজিং। শ্বেতপত্রে চীন বলেছে, শান্তিপূর্ণভাবে তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে তাইপের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ করবে তারা।

চীনের ক্ষমতাসীন পার্টির একজন মুখপাত্র বুধবার দুপুরে বলেন, তাদের মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাদের যৌথ কম্ব্যাট (যুদ্ধ) সক্ষমতা কার্যকরভাবে পরীক্ষা করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর