ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীলঙ্কায় ৪ মাস পর বিক্ষোভের স্থান ছাড়ল আন্দোলনকারীরা
অনলাইন ডেস্ক
এনডিটিভির ফাইল ছবিতে আন্দোলনকারীরা

২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে দায়ী করে আন্দোলনকারীরা। পরে বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

অবশেষে প্রায় ৪ মাস পর গোতাবায়া রাজাপাকসের সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা আন্দোলনকারীরা বিক্ষোভের স্থান ছেড়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিক্ষোভকারীরা  বলেছেন, আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বর্তমান সরকারের ধরপাকড় অভিযানের মুখে তারা প্রেসিডেন্টের কার্যালয়ের পাশের বিক্ষোভের মূল স্থানটি ছেড়ে দিয়েছেন। সে হিসেবে চার মাস পর তারা বুধবার লঙ্কান প্রেসিডেন্টের কার্যালয়ের ওই স্থান থেকে বিক্ষোভ গুটিয়ে নিয়েছেন।

বিক্ষোভের স্থান খালি করার জন্য পুলিশের আদেশের বিরুদ্ধে আদালতে করা চারটি চ্যালেঞ্জও প্রত্যাহার করে নিয়েছেন বলে আন্দোলনকারীদের একজন মুখপাত্র জানিয়েছেন। লঙ্কান পুলিশ আদেশে বলেছিল, বিক্ষোভের স্থানে টানানো সব তাঁবু আশপাশের হোটেলগুলোর জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। বুধবার বিক্ষোভের স্থান থেকে তাঁবু এবং অন্যান্য অবকাঠামো গুটিয়ে নিতে দেখা গেছে আন্দোলনকারীদের।

উল্লেখ্য, দীর্ঘদিনের এই আন্দোলনের কারণে দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। এর আগে, গত ৯ এপ্রিল কলম্বোতে বিক্ষোভ শুরু হয়েছিল। পরে গেল ৯ জুলাই কলম্বোতে হাজার হাজার মানুষের গোতাবায়া রাজাপাকসের কার্যালয় দখলে নেওয়ার মাধ্যমে এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে। আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুরে পাড়ি জমান গোতাবায়া। পরে সেখান থেকেই ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। 

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর