ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গার্ডিয়ানের প্রতিবেদন
সিআইয়ের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীর মামলা
অনলাইন ডেস্ক
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক জেলা আদালতে সোমবার এই মামলা করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সিআইয়ের তৎকালীন পরিচালক মাইক পম্পেওকে। মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের ফোন এবং কম্পিউটার থেকে সিআইএ আলাপচারিতা এবং ডাটা কপি করে।

মামলার বাদী নিউইয়র্কের একজন অ্যাটর্নি জেনারেল এবং যুক্তরাষ্ট্রের দুইজন সাংবাদিক। তাদের অভিযোগ, সিআইএ যুক্তরাষ্ট্রের গোপন আলাপচারিতার সাংবিধানিক রক্ষাকবচ লঙ্ঘন করেছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, সিআইএ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে একটি সিকিউরিটি কোম্পানির সঙ্গে কাজ করে। ওই সময় অ্যাসাঞ্জ লন্ডনে আইনজীবী এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন। সিআইএ তাদের ফোনে আড়ি পাতে।

জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমান ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ হচ্ছেন। যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী এবং কূটনীতিক নথি (ফাইল) ফাঁস করার অভিযোগ গঠন করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর