ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের যুদ্ধবন্দিদের সঙ্গে ‘কুৎসিত’ কিছু করতে যাচ্ছে রাশিয়া, জেলেনস্কির অভিযোগ
অনলাইন ডেস্ক
ভলোদিমির জেলেনস্কি

রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের মারিউপোলে আটক যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার করবে বলে অভিযোগ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি রবিবার রাতে দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের জানান, রাশিয়া আরও একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে।তারা যুদ্ধবন্দিদের সঙ্গে ‘কুৎসিত’ কিছু করতে যাচ্ছে। তার দাবি, রাশিয়া পরিকল্পনা করেছে যে, তারা ইউক্রেনের যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার করবে। 

মূলত মারিউপলের কারখানা থেকে আটক করা সেনাদের সঙ্গেই এই কাজ করা হবে বলে জেলেনস্কির আশঙ্কা। 

বস্তুত, রাশিয়া আগেই জানিয়েছিল, মারিউপলের ওই যোদ্ধারা অ্যাজব। অতিদক্ষিণপন্থি ওই যোদ্ধাদের নব্য নাৎসি বলেও দাবি করা হয়েছিল। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলে আদালত বসিয়ে তাদের বিচারও শুরু হয়েছিল। জেলেনস্কির ধারণা, এবার প্রকাশ্যে তাদের বিচার হতে পারে। সূত্র: টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ান, এমএসএন, স্কাইনিউজ

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর