ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রাম্পের ফ্লোরিডার বাসা থেকে ৩০০ অধিক গোপন নথি উদ্ধার: রিপোর্ট
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসা থেকে ৩০০ অধিক গোপন নথি উদ্ধার করা হয়েছে। এসব নথির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), জাতীয় নিরাপত্তা এজেন্সি এবং এফবিআইয়ের অতি গোপন নথিও ছিল। 

ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস সোমবার এই খবর প্রকাশ করেছে।

গণমাধ্যমের খবর অনুসারে, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভ বিভাগ ক্লাসিফাইড ১৫০ নথি উদ্ধার করে, এরপর জুনে ট্রাম্পের সহযোগীরা বিচার বিভাগকে দ্বিতীয় সেট নথি দেয়, আর চলতি মাসে এফবিআই ট্রাম্পের বাসা থেকে তৃতীয় সেট নথি উদ্ধার করে।

তবে ৩০০ নথি উদ্ধারের বিষয়টি নিয়ে বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরাও মন্তব্য করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মামলার আবেদন করেছেন। মামলায় তার বাড়ি থেকে এফবিআই যেসব নথিপত্র জব্দ করেছে, সেই তদন্ত যেন স্থগিত করা হয় তার আবেদন করা হয়েছে। 

আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা আরও অনুরোধ জানিয়েছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় যেন একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর