ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দোরাইস্বামীকে যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার নিয়োগ ভারতের
অনলাইন ডেস্ক
বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে দেশটির দূত হিসেবে যুক্তরাজ্যে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আগে আসলেও মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে (আইএফএস: ১৯৯২) যুক্তরাজ্যে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খুব শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী চীনা ভাষায় কথা বলতে দক্ষ। তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার গত ৩০ জুন অবসরে যান। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দোরাইস্বামী। সূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর