ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিনজো আবে হত্যাকাণ্ড; ব্যর্থতার দায় কাঁধে নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
অনলাইন ডেস্ক
শিনজো আবে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডে ব্যর্থতার দায় স্বীকার করে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি এ ঘটনায় দুঃখও প্রকাশ করেছেন।

জাপান টাইমস জানিয়েছে, জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা বৃহস্পতিবার শিনজো আবের হত্যাকাণ্ডে নিরাপত্তা ত্রুটির দায় নিতে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় জননিরাপত্তা কমিশনে পদত্যাগের একটি চিঠি জমা দিয়েছেন।

সংসদের উচ্চ কক্ষের নির্বাচন সামনে রেখে গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন শিনজো আবে। সেখানেই তাকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর