ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বে ধনকুবেরদের তালিকায় তিনে গৌতম আদানি
অনলাইন ডেস্ক
গৌতম আদানি

বিল গেটসকে সরিয়ে এ বছরই বিশ্বের চতুর্থ ধনী হয়েছিলেন গৌতম আদানি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় স্বল্প সময়ের ব্যবধানে আরও একধাপ উঠে এসেছে তার নাম। এখন তিনি বিশ্বের তৃতীয়তম ধনী। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের বরাতে এ তথ্য জানা গেছে।

বর্তমানে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির চেয়েও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক। 

বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের মালিক ম্যাগনেট বার্নার্ড আর্নল্ট এতদিন ৩ নম্বরে ছিলেন। এবার তাকে টপকে গেলেন গৌতম আদানি। বার্নার্ড আর্নল্ট এখন চার নম্বর স্থানে। ৬০ বছর বয়সী আদানির মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার। 

গৌতম আদানি আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। আদানি গোষ্ঠী ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা ও সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী। শিক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নগরোন্নয়নের কাজ করে আদানি ফাউন্ডেশন। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর