ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগদাদের গ্রিন জোন থেকে সরে যাচ্ছে বিক্ষোভকারীরা
অনলাইন ডেস্ক
বাগদাদের গ্রিন জোনের ভেতর সদর সমর্থকরা

ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরেরর সমর্থকরা বাগদাদের গ্রিন জোন ত্যাগ করা শুরু করেছেন। এর আগে এই শিয়া নেতা সমর্থকদের গ্রিন জোন ত্যাগ করার আহ্বান জানান। বাগদাদের এই স্থানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহ ও বিদেশি দূতাবাস অবস্থিত।

এদিকে ইরাকের সেনাবাহিনী গতকাল সোমবার জারি করা কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব খবরে মহাসড়কে লড়াই থামতে পারে বলে আশা জেগেছে। 

উল্লেখ্য, গতকাল প্রখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল সদর ইরাকের রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে। গত বছরের অক্টোবর থেকে ইরাকের রাজনৈতিক অচলাবস্থা চলছে। সোমবার শুরু হওয়া সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর