ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না পুতিন
অনলাইন ডেস্ক
মিখাইল গর্বাচেভ এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, শিডিউল সীমাবদ্ধতার কারণে পুতিন আগামী শনিবার অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। 

প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৃহস্পতিবার মস্কোর সেন্ট্রাল হাসপাতাল পরিদর্শন করে পুতিন গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার ওই হাসাতালে ৯১ বছর বয়সী গর্বাচেভ মৃত্যুবরণ করেন।

রুশ নিউজ এজেন্সিগুলোতে বুধবার জানানো হয়, আগামী শনিবার মস্কোর হল অব কলামসে গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ১৯৫৩ সালে জোসেফ স্ট্যালিনের মরদেহও সেখানে রাখা হয়েছিল।

সরকারি কর্মকর্তাদের বরাতে রুশ গণমাধ্যমে জানানো হয়েছে, রাষ্ট্রীয়ভাবে গর্বাচেভের শেষকৃত্য আয়োজন করা হবে না।

এর আগে গতকাল বুধবার গর্বাচেভের মৃত্যুতে শোক বিবৃতি দেন প্রেসিডেন্ট পুতিন। বিবৃতিতে বলা হয়, বিশ্ব রাজনীতির পরিক্রমায় গর্বাচেভের বিশাল প্রভাব ছিল।

গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পোলিয়াকভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর গর্বাচেভকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল  



এই পাতার আরো খবর