ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তাইওয়ানের কাছে শতকোটি ডলারের অস্ত্র বিক্রি, যা বলছে ক্ষুব্ধ চীন
অনলাইন ডেস্ক
তাইওয়ানের সেনাসদস্যরা হারপুন ক্ষেপণাস্ত্র আনলোড করছে

তাইওয়ানের কাছে ১১০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন এই ঘোষণা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ চীন বলেছে, অস্ত্র বিক্রি বাতিল না হলে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে প্রণালির দুই পাশে উত্তেজনা শুরু হয়। তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় বেইজিং।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিক্রি ঘোষণা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ৬৬ কোটি ৫০ লাখ ডলারের অরেথিওন ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’। এ রাডার ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যাবে। এ ছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। আরও আছে ৮ কোটি ৫৬ লাখ ডলারের সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র যা বিমানবাহিনী ব্যবহার করতে পারবে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংয়ু বলেন, পরিস্থিতির আলোকে চীন দৃঢ়তার সঙ্গে বৈধ এবং প্রয়োজনীয় পাল্টাব্যবস্থা নেবে।

তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তাইওয়ানের নিরাপত্তার জন্য এসব অস্ত্র খুব জরুরি। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর