ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বুকার পুরস্কারের’ সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে ছোট বই, সবচেয়ে বয়স্ক লেখক
অনলাইন ডেস্ক
‘স্মল থিংস লাইক দিজ’ বইটি মাত্র ১১৬ পৃষ্ঠার। অ্যালান গার্নার, তার বয়স ৮৮ ছুঁইছুঁই

চলতি বছরের বুকার পুরস্কারের জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে একজন নজর কাড়ছেন সবচেয়ে ‘ছোট' বইয়ের জন্য, অন্যজন অবাক করেছেন তার বয়স দিয়ে।

বুধবার লন্ডনে বুকার প্রাইজ ২০২২-এর জন্য মনোনীত ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ‘ট্রিকল ওয়াকার’ উপন্যাসের জন্য ব্রিটেনের অ্যালান গার্নারও সেই তালিকায় স্থান পেয়েছেন। বাকি পাঁচজনকে পেছনে ফেলে পুরস্কার জিতলে বুকারের ৫৩ বছরের ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী বিজয়ী। অ্যালান গার্নারের বয়স ৮৮ ছুঁইছুঁই। আগে এত বেশি বয়সে কেউ বুকার জেতেননি।

অন্যদিকে আয়ারল্যান্ডের ক্লেয়ার কিগানের জয়টা ইতিহাসে অন্যরকম মর্যাদা পেতে পারে কলেবরের দিক থেকে সবচেয়ে ছোট বই লিখে পুরস্কার জেতার কারণে। তার ‘স্মল থিংস লাইক দিজ’ বইটি মাত্র ১১৬ পৃষ্ঠার। এত ছোট বইও আগে কখনো বুকার জেতেনি।

ছয়জনের তালিকায় আরও রয়েছেন নোভায়োলেট বুলাওয়াও, শেহান করুণাতিলকা, পার্সিভাল এভারেট ও এলিজাবেথ স্ট্রাউট। জিম্বাবোয়ের নোভায়োলেট বুলাওয়াও ‘উই নিড নিউ নেমস’ বইয়ের জন্য ২০১৩ সালেও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। সেবার সবার সেরার পুরস্কার না জেতার আক্ষেপ মুছে দিতে পারে এবার মনোনয়ন পাওয়া ‘গ্লোরি' নামের বইটি। শ্রীলঙ্কার শেহান করুণাতিলকার বইটির নাম ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’। প্রাচীন কোনো গল্প নয়, সেখানে এক ফটোগ্রাফারের চোখে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের ভয়াবহতাই তুলে ধরেছেন দুই বছরে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে বুকারে মনোনয়ন পাওয়া শেহান। ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বাকি দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক। পার্সিভাল এভারেট সম্ভাব্য বিজয়ীর তালিকায় জায়গা পেয়েছেন ‘ট্রিজ’ নামের বইটির কারণে আর এলিজাবেথ স্ট্রাউটকে সেখানে জায়গা করে দিয়েছে ‘ওহ উইলিয়াম’।

আগামী ১৭ অক্টোবর এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকের হাতে ২৫০০ পাউন্ড আর্থিক পুরস্কার আর বিশেষভাবে বাঁধাই করা নিজেদের একটি করে বই তুলে দেওয়া হবে। বিজয়ীর নামও ঘোষণা করা হবে সেদিন। বুকার জয়ের সুবাদে তিনি পাবেন আরও ৫০ হাজার পাউন্ড।

সূত্র : ডয়চে ভেলে

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর