ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিদ্যুৎ সাশ্রয়, আইফেল টাওয়ারের আলো নিভবে সোয়া এক ঘণ্টা আগে!
অনলাইন ডেস্ক

স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে প্যারিসের আইকনিক আইফেল টাওয়ারের আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বিদ্যুৎ সাশ্রয় ও শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নিয়ে প্যারিস কর্তৃপক্ষ।

মঙ্গলবার প্যারিস শহরের মেয়র বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাশিয়া জ্বালানি সরবরাহ বন্ধ করার এই খাতে সঙ্কটে পড়েছে ফ্রান্স। তাই শিল্প কারখানা, গৃহস্থালি ও পৌর কর্তৃপক্ষ ১০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে।

প্যারিসের মেয়র বলেন, ‘ফ্রান্স সব সময়ই আলোর শহর হয়ে থাকবে।’

বর্তমানে আইফেল টাওয়ার রাত একটা পর্যন্ত সোনালি আলোয় আলোকিত হয়ে থাকে। ২০ হাজার বাল্ব এই সময় টাওয়ারটিতে আলো দেয়। রাত পৌনে ১২টায় এর আলো নেভালে ৪ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যাবে।

মেয়র আরও জানিয়েছেন ২৩ সেপ্টেম্বর থেকে প্যারিসের সরকারি ভবনের আলো রাত ১০টার মধ্যেই নেভানো হবে। 

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর