ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সত্যিই কী অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা?
অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এমন দাবি করেছেন মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর থেকেই খামেনি সব ধরনের সভা ও জনসম্মুখে আসা বাতিল করেছেন। এই খবরে সূত্রের নাম অবশ্য উল্লেখ করেনি মার্কিন দৈনিকটি।

তীব্র পেটে ব্যথা ও জ্বরের পর খামেনির অন্ত্রের কার্যক্রমে প্রতিবন্ধকতা দেখা দিলে ৮৩ বছর বয়সী এই নেতার অস্ত্রোপচার করা হয়। তাকে বর্তমানে একদল চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন খামেনি।

যদিও ইরানের পক্ষ থেকে খামেনির অসুস্থতার বিষয়ে এখনও কোনোকিছু জানানো হয়নি।

 

সূত্র: নিউইয়র্ক টাইমস

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর