ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রানির মৃত্যু: এবার ‘গ্রেট স্টার’ হীরা ফেরত চেয়েছে দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এবার ব্রিটিশ রাজদণ্ডে শোভা পাওয়া ‘গ্রেট স্টার অফ আফ্রিকা ডায়মন্ড’ নামের হীরাটি ফেরত দেওয়ার দাবি উঠেছে। দক্ষিণ আফ্রিকা এই দাবিটি তুলেছে।

জানা যায় পরিষ্কারভাবে কাটা সবচেয়ে বড় হীরা ‘গ্রেট স্টার অব আফ্রিকা’ ফেরত চেয়েছে দেশটি। হীরাটি কালিনান ওয়ান নামেও পরিচিত। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে তুলে আনা বড় একটি হীরক খণ্ড কেটে কালিনান ওয়ান বের করা হয়েছিল, জানিয়েছে সিএনএন।

ওই হীরক খণ্ডটি কেটে ৯টি টুকরা বের করা হয়েছিল। যার সবগুলোই কালিনান নামে পরিচিত। কালিনান ওয়ান এর সবচেয়ে বড় অংশ।

আফ্রিকার তৎকালীন ঔপনিবেশিক শাসকরা ব্রিটিশ রাজপরিবারকে কালিনান ওয়ান বা গ্রেট স্টার হীরাটি দিয়েছিল। বর্তমানে রানির রাজদণ্ডে এটি শোভা পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের সদস্য ভায়োলভেথু জাঙ্গুলা এক টুইটে ‘ব্রিটেনের মাধ্যমে হওয়া সব ক্ষতির ক্ষতিপূরণের’ দাবি করেছেন এবং ‘ব্রিটেনের চুরি করা সব সোনা, হীরা ফেরত’ চেয়েছেন।

৫৩০ দশমিক ২ ক্যারেটের পানির ফোটার আকৃতির হীরাটি ক্রসের একটি দণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে, ১৬০০ শতকের এই দণ্ডটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো।

 

সূত্র: সিএননি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর