ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হিজাব ইস্যুতে বিক্ষোভে নিহতের তথ্য স্বীকার করল ইরান
অনলাইন ডেস্ক
মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করে ইরানের জনগণ

ইরানের তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশটিতে গত কয়েকদিন ব্যাপক বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে গুলিতে কয়েকজনের নিহতের খবর বের হয়। কিন্তু কর্তৃপক্ষ প্রথমে বিক্ষোভে হতাহতের তথ্য স্বীকার না করলে মঙ্গলবার তিনজন নিহতের তথ্য প্রকাশ করেছে।

ইরানের উত্তরপশ্চিম কুর্দিস্তান প্রদেশের গভর্নর ইসমাইল জারেই কৌশা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, অবৈধ বিক্ষোভে তিন ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে গভর্নরকে উদ্ধৃদ করে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের গুলিতেই এসব ব্যক্তি নিহত হয়েছেন। তদন্তে উঠে এসেছে, যে ধরনের অস্ত্র ব্যবহার তাদের গুলি করা হয়েছে তা– কোনো সরকারি বাহিনী ব্যবহার করে না।

গভর্নর বলেন, পরিবারসমূহকে সতর্ক থাকা উচিত। বিপ্লব বিরোধী গোষ্ঠী (১৯৭৯ সালের ইসলামি বিপ্লব) মাশা আমিনির নাম ব্যবহার করে নিজস্ব লক্ষ্য হাসিলে অগ্রসর হচ্ছে। উল্লেখ্য, পুলিশের হেফাজতে নেওয়ার পর মাশা আমিনির মৃত্যুর পর তার কবরে একাধিক জায়গায় লেখা হয়েছে– ‘তুমি কখনো মরবে না, তোমার নাম সংকেত হিসেবে ব্যবহৃত হবে।’

সঠিকভাবে হিজাব না পরার কারণে ২২ বছর বয়সী মাশা আমিনিকে তেহরান থেকে আটক করে পুলিশ। আটকের দিন একটি নির্দেশনা কেন্দ্রে তার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়। স্থানীয় হাসপাতালে নিলে কয়েকদিন পর তিনি মারা যান। পরিবারের দাবি, তাকে মারধর করা হয়েছে। যদিও তেহরান পুলিশপ্রধান অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর