ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রখ্যাত ইসলামি জ্ঞানতাপস ড. ইউসুফ আল-কারজাভির মৃত্যু
অনলাইন ডেস্ক
ড. ইউসুফ আল কারজাভি

প্রখ্যাত ইসলামি জ্ঞানতাপস ড. ইউসুফ আল কারজাভি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, মিশর বংশোদ্ভূত কারজাভি মুসলিম বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি মিশরভিত্তিক ইসলামিক দল মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা ছিলেন।

সোমবার ড. ইউসুফ আল কারজাভির অফিশিয়াল টুইটারে তার মৃত্যুর খবর জানানো হয়।

আল-কারজাভি এক সময় আল জাজিরার উর্দু বিভাগে নিয়মিত উপস্থিত হতেন। তিনি ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। ২০১১ সাল থেকে তিনি কাতারে নির্বাসনে ছিলেন। মিশরের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হলে কারজাভি আর দেশে ফিরতে পারেননি। ২০১৩ সালে এক অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। আল কারজাভিকে তার অনুপস্থিতে মিশরে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর