ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারে হুমকি, গুরুত্বের সাথেই নিয়েছে যুক্তরাষ্ট্র’
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে ‘সিরিয়াসলি’ মানে গুরুত্বের সাথেই নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই ঝুঁকিকে গুরুত্বের সাথেই নিচ্ছে এবং এই ইস্যুতে রাশিয়ার সাথে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন সুলিভান।  

এর আগে রাশিয়াকে রক্ষায় পুতিন দরকারে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলেও হুমকি দিয়েছিলেন। সাথে পুতিন সবাইকে স্মরণ করিয়েও দিয়েছেন যে, পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে তিনি তামাশা করছেন না।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর