ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাছ-রক্ষা আন্দোলন, আইফেলের পাদদেশে হচ্ছে না ক্যাফে-ভবন
অনলাইন ডেস্ক
আইফেল টাওয়ার।

২০টি পূর্ণ বয়স্ক গাছ কেটে আইফেল টাওয়ারের আশপাশের এলাকায় চারটি নতুন আবাসিক ভবন, ক্যাফে, দোকান, টয়লেটের মতো অবকাঠামো বানাতে চেয়েছিল প্যারিস প্রশাসন।

তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে ফ্রান্সের পরিবেশবাদীরা। এর বিপক্ষে তারা দেড় লাখ মানুষের সই সংগ্রহ করে।

এমন প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্যারিস শহর কর্তৃপক্ষ। মেয়রের কার্যালয় জানিয়েছে, তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করবে না। 

প্যারিসের সহকারী মেয়র ইমানুয়েল গ্রেগোইরে বলেন, ‘আমরা টাওয়ারের পাদদেশে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ প্রকল্প পুরোপুরিভাবে বাতিল করেছি।’

গাছ বাঁচানোর আন্দোলনের দিকে নজর দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্যারিস কর্তৃপক্ষ বলছে, তারা কোনো চাপের কাছে মাথা নোয়ায়নি, তারা কেবল কোনো ধরনের বিতর্কে জড়াতে চাইছে না।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর